অপারেশন ডেভিল হান্টে জগন্নাথপুরের”মুহিবুর” সহ ৬ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে জগন্নাথপুরের”মুহিবুর” সহ ৬ জন গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি ##
অপারেশন ডেভিল হান্ট অভিযানে জগন্নাথপুরের মুহিবুর (৪৫), দোয়ারাবাজার এর তপু(৫০), প্রিয়তোষ (৪৪), শালার আরজ আলী (৫৪), ছাতকের আব্দুর রহমান (৫৮) ও দিরাই’র খসরু (৪৩) নামক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর সাত নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জের জেলা পুলিশ এর উদ্যোগে অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা পুলিশ পৃথকভাবে ১১ ই ফেব্রুয়ারী দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক উপজেলার মোহাম্মদপুর সেরা গ্রাম নিবাসী মুহিবুর রহমান (৪৫), দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য উপজেলার দোয়ারাবাজার গ্রাম নিবাসী তপন সরকার তপুু(৫০), দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক উপজেলার দোয়ারাবাজার গ্রাম নিবাসী প্রিতোষ দেব চন্ডী (৪৪), ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উপজেলা রুক্কা গ্রাম নিবাসী আব্দুর রহমান (৫৮), শাল্লা উপজেলা কৃষকলীগের সদস্য উপজেলার সহদেবপাশা গ্রাম নিবাসী আরজ আলী (৫৩) ও দিরাই উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও একই ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড এর মেম্বার উপজেলার কাজুয়াবাদ গ্রাম নিবাসী সাঈদ আহম্মেদ খসরু (৪৩) কে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ