প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
পাগলা – জগন্নাথপুর- আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিক্সা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকেস(৬৫) নামক এক বৃদ্ধ ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। এবং মহিলা সহ ৬ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাযায়, ১২ ই ফেব্রুয়ারী রোজ বুধবার বেলা প্রায় দুই ঘটিকার সময় পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে অবস্থি রানীগঞ্জ সেতুর শতাধিক গজ উত্তর পার্শ্বে সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ী দুমড়ে মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী হবিগঞ্জ জেলা সদর উপজেলার উমেদ নগর গ্রাম নিবাসী রায় মোহন এর ছেলে রাকেস রায়(৬৫) ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। এবং ব্যাটারী চালিত অটোরিক্সা ও সিএনজিতে থাকা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউয়িনের সুবিধপুর গ্রামের মা,ছেলে, ছেলের বউ সহ আরো ৭জন আহত হয়েছে। গুরুতর আহতদের জগন্নাথপুর হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় উভয় গাড়ীর ৫ জনের মত আহত হয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন এর প্রস্তুতি চলছে । দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের লোক আসলে তাদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest