জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে এর মেধা বৃত্তি পরীক্ষায় “আবু বকর” প্রথম

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে এর মেধা বৃত্তি পরীক্ষায় “আবু বকর” প্রথম

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্র “আবু বকর” দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে এর মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ এ প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছে।
দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে এর উদ্যোগে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাচায়ানী এলাকায় অবস্থিত শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার ব্যবস্থাপনায় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ৫ম শ্রেণীর মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ ইং বিগত ২০২৪ সালের ১২ ই ডিসেম্বর এই শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ছাতক উপজেলার সৈয়দের গাঁও গ্রামের বাসিন্দা, জগন্নাথপুর উপজেলার বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ আব্দুল লতিফ এর ছেলে জগন্নাথপুর উপজেলার বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী “মোঃ আবু বকর” প্রথম হয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে।
এই কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনের জন্য “মোঃ আবু বকর”এর পিতা- হযরত মাওলানা মোঃ আব্দুল লতিফ ও মাতা- সেলিনা বেগম বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার সহ সকল শিক্ষক-শিক্ষিকার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এবং অদূর ভবিষ্যতে যেন সে আরো ভাল রেজাল্ট করতে পারে সে জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ