খেলাধুলা মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, এডভোকেট ইয়াসীন খান

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

খেলাধুলা মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, এডভোকেট ইয়াসীন খান

 

জগন্নাথপুর প্রতিনিধি:

খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি চারিত্রিক অভক্ষয় রোধে খেলাধুলার চর্চা করা প্রয়োজন, এতে শারীরিক, মানসিক ও চারিত্রিক উন্নতি সাধিত হয়। আগামীর একটি সুন্দর শান্তির ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা রাখবে হবে। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সর্ববৃহৎ ছাত্র সংগঠন স্টুডেন্ট ইউনিয়নের আয়োজনে পাইলগাঁও ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইয়াসীন খান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গোতগাঁও খেলার মাঠে পাইলগাঁও ইউনিয়নে ৮টি দলের অংশ গ্রহনে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পাইলগাঁও ইউনিয়নের সমাজ সেবক হাজী ফারুক আহমেদ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য মজুমদার আলী, বিশিষ্ট মুরব্বি আজিজুল হক চৌধুরী মজনু, রফান উদ্দিন বক্তব্য রাখেন। এসময় পাইলগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য আলী আকবর খান, সাবেক মেম্বার সুনু মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্টুডেন্ট ইউনিয়নের সদস্য বৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ##

এ সংক্রান্ত আরও সংবাদ