চাঁদাবাজির চাপ ভিক্ষুক ভাই বোনদের উপর পরে- জামায়াতে ইসলামীর আমীর

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

চাঁদাবাজির চাপ ভিক্ষুক ভাই বোনদের  উপর পরে- জামায়াতে ইসলামীর আমীর

ইউএস বাংলা বা↔র্তা ডেস্কঃ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে। কিন্তু তাদের জ্বালা থেকে এখনও আমরা মুক্ত হতে পারিনি। ফ্যাসিবাদীরা যেসব অপকর্ম করত, একই কাজ যদি করি, তাহলে আমিও ফ্যাসিবাদী।’ ৫ আগস্টের পরও চাঁদাবাজি অব্যাহত রয়েছে অভিযোগ করে তিনি বলেন, ঘাটে ঘাটে চাঁদাবাজিতে দ্রব্যমূল্য বহুগুণ বাড়ে। এর চাপ রাস্তার একজন ভিক্ষুক ভাইবোনের ওপরও পড়ে। আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এই অন্যায়কে কেন নীরবে সহ্য করব? সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ।
২১ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভাষা আন্দোলনে গোলাম আযমের স্বীকৃতির দাবি তুলে বলেন, ইতিহাসের নামে গল্প তৈরি করা হয়েছে। যাকে ভালো লাগে না, তাঁর অবদান ইতিহাস থেকে বাদ দিতে পারেন না।
চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই চলবে জানিয়ে শফিকুর রহমান বলেন, জাতিকে স্বস্তিতে বাঁচতে দিন। আবার যাতে ফ্যাসিবাদের নতুন ধারা তৈরি না হয়।
মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে বক্তব্য দেন সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে জামায়াত আমির মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণের সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন পল্টনে। সেখানে তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানের সাহসী মুখ সানজিদা চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে বলেন, “মেয়েটি বলেছিল ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’। এই সাহসী তরুণরা দেশকে এগিয়ে নেবে।”
এ ছাড়া মাতৃভাষা দিবস উপলক্ষে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা ছিল মহানগর উত্তর জামায়াতের। এতে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সুত্রঃ সমকাল

এ সংক্রান্ত আরও সংবাদ