মহান শহীদ  দিবস উপলক্ষে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর মিনিবার আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন 

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

মহান শহীদ  দিবস উপলক্ষে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর মিনিবার আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন 

জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একটি আন্তঃ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে।
সামাজিক-মানবিক কাজের পাশাপাশি সদস্যদের বিনোদন ও উজ্জীবিত করতেই এমন প্রানবন্ত চমৎকার আয়োজনটি করা হয়। জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর (বলবল) শিমের আইল মাঠে আয়োজিত আন্তঃ মিনিবার টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।
৮ দলের মধ্যে চ্যাম্পিয়ান হয় জিকরুল এফসি এবং রানার্স আপ থ্রি স্টার এফসি। উক্ত টুর্ণামেন্টের ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হন মামুনুর রহমান রুমেন।


টুর্ণামেন্টের শুভ উদ্ভোদন করেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব মাছুম মিয়া।

এতে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর
সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মাসুম মিয়া, কর্যনিবাহী পরিষদের সভাপতি হুমায়ুন কবির, কার্যনিবাহি পরিষদ সহ-সভাপতি সুলেমান আহমদ, আমিনুর রহমান হিমেল, সাধারণ সম্পাদক
আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন নাছিফ এছাড়াও উপস্থিত ছিলেন মামুনুর রহমান রুমেল, মুহিবুর রহমান, কামরুল ইসলাম, ইমরান হোসেন, রাহিম আহমদ, ফাহাদ আহমদ, মুন্না আহমদ সুমন, আলীনূর রহমান, আশিকুর রহমান, সাহেদ চৌধুরী, নাদিম হোসেন, শফিনুর আহমদ, আলিনুর আহমদ, সাইদুর রহমান, মারজান আহমদ, তামিম ইকবাল প্রমূখ

এ সংক্রান্ত আরও সংবাদ