ড্রাইভার্স ইউনিয়ন কলকলিয়া পয়েন্ট উপ-পরিষদের সভাপতি নানু মিয়াকে যুবদলের অভিনন্দন

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

ড্রাইভার্স ইউনিয়ন কলকলিয়া পয়েন্ট উপ-পরিষদের সভাপতি নানু মিয়াকে যুবদলের অভিনন্দন

 

স্টাফ রিপোর্টারঃ
ড্রাইভার্স ইউনিয়ন কলকলিয়া উদ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ নানু মিয়া পুনঃরায় সভাপতি নির্বাচিত শ্রমিক বৃন্দ ও নব-নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন কলকলিয়া যুবদলের নেতৃবৃন্দ ।
সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা, মিশুক ও ট্যাক্সি কার ড্রাইভার্স ইউনিয়ন রেজিঃ নং-চট্র-১৯২৬ এর অন্তর্ভুক্ত কলকলিয়া উপ -পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন চলতি ফেব্রুয়ারী মাসের বিগত ২২ তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কলকলিয়া ইউনিয়ন শাখা যুবদলের অন্যতম সদস্য মোঃ নানু মিয়া বিপুল ভোটে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর এই বিজয়কে স্বাগত জানানোর পাশাপাশি তাঁকে ও শ্রমিকদের আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি শামসুজ্জামান, সহ-সভাপতি কামরুল হাসান লিটন ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাদিক হোসেন রাজু প্রমূখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ড্রাইভার্স ইউনিয়ন কলকলিয়া পয়েন্ট উপ-পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ নানু মিয়া ইতিপূর্বেও তিনবার এই পরিষদের সভাপতি হিসাবে নিরলস ভাবে দায়িত্বভার পালন করেছেন বিদায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি শ্রমিক ও যাত্রী কল্যাণে নিষ্টার সাথে কাজ করে যাবেন এই প্রত্যাশী রাখি। তাঁহার আগামী দিনের কর্মপরিকল্পনা সুন্দর ও সুশৃঙ্খল হউক এ কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ