জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি সহ সুনামগঞ্জে বিএনপির ১৬ ই আংশিক কমিটি ঘোষণা করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য। কমিটি ঘোষণায় জগন্নাথপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


দলীয় সূত্রে জানাযায়, ২৪শে ফেব্রুয়ারী রোজ সোমবার সন্ধ্যাক্ষনে সুনামগঞ্জ জেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১৬ ইউনিট এর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির আহবায়ক কলিমউদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মোঃ আব্দুল হক। তাঁদের স্বাক্ষরিত পত্র থেকে জানাযায়, জগন্নাথপুর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, ২য় যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, ৩য় যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সোবহান ও ৪র্থ যুগ্ম আহবায়ক সুহেল আহমদ খান টুনু। এবং জগন্নাথপুর পৌর সভার আহবায়ক মোঃ সালাউদ্দিন আহমেদ মিটু, ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মতিন, ২য় যুগ্ম আহবায়ক মোঃ দিলু মিয়া, ৩য় যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম ও ৪র্থ যুগ্ম আহবায়ক মোঃ তকবুর হোসেন। সুত্র আরো জানায়, ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে। এই কমিটি ঘোষণার সাথে সাথে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দকে ও নবাগত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর পৌর শহরে আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মী বৃন্দ।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ