পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রামাদ্বান মাস কে সামনে রেখে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও বরকত উল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া,
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান 
ছদরুল ইসলাম,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম, বাজার ব্যাবস্থাপনা কমিটির সেক্রেটারী মশাহিদ ভূঁইয়া, ব্যবসায়ী লালা মিয়া, সানাউর রহমান প্রমুখ। 
সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে জগন্নাথপুরের প্রতিটি হাটবাজারে মনিটরিংয়ের জোরদারের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা সুরক্ষায় পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ