পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে জগন্নাথপুরে আলোচনা সভা

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে জগন্নাথপুরে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধকল্পে কলকলিয়া বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধকল্পে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার বনিক সমিতির উদ্যোগে ২৭শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজারে এই বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফখরুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মনসুর মিয়া, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি ও কলকলিয়া অটোরিক্সা সমিতির ম্যানেজার মোঃ জাহির আলী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দুল হান্নান, কলকলিয়া বাজার ব্যবসায়ী আব্দুল মতিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মসিক আহমদ, সাদিক আলম, কামরুজ্জামান, কলকলিয়া বাজার এর ব্যবসায়ী কেবল বাবু, লিলু মিয়া, সাইফুল ইসলাম, শাহী আলম, সুজিত বৈদ্য, অর্মন দাস ও বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশা-পাশি সার্বিক আইন শৃঙ্খলা সুরক্ষা রাখতে আইনী পদক্ষেপ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ