স্বামীকে নিলাম করতে চেয়ে বিজ্ঞাপন, দাম উঠল কত?

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২

স্বামীকে নিলাম করতে চেয়ে বিজ্ঞাপন, দাম উঠল কত?

ডেস্ক রিপোর্টঃ বিখ্যাত কোনো শিল্পকর্ম, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসপত্র, বাসাবাড়ি এমনকি ব্যবসাপ্রতিষ্ঠান নিলামে তোলার ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু নিলাম নিয়ে এমন ঘটনা হয়তো এর আগে ঘটেনি। স্বামীকে নিলামে তুলতে একটি নিলামের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছেন এক নারী, যা নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওই নারী তার স্বামীর উচ্চতা, গায়ের রং, কী কাজ করেন, বয়স কত যাবতীয় তথ্য ওই ওয়েবসাইটে দিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন, ‘বিক্রয় চূড়ান্ত। তবে কোনোভাবেই বদল বা ফেরত দেওয়া যাবে না।’ওই নারীর নাম লিন্ডা ম্যাকঅ্যালিস্টার। তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা। তার অভিযোগ, স্বামী জন ম্যাকঅ্যালিস্টার দুই সন্তান এবং স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে গরমের ছুটিতে একা ঘুরতে গিয়েছেন। সেখানে আনন্দ, ফুর্তিতে মজে রয়েছেন।

স্বামী নিলামের বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পর ১২ জন গ্রাহকও জুটে যায়। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় পাঁচ হাজার টাকা দাম ওঠে জনের। বন্ধুদের কাছ থেকে তার নিলামের খবরটি পেয়েছিলেন জন।

তবে নিলামের ওই ওয়েবসাইটটি এই বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে। ওয়েবসাইটের পলিসি এবং কমপ্লায়েন্স ম্যানেজার জেমস রায়ান বলেন, কোনো নারী তার স্বামীকে নিলামে তুলেছেন এ রকম বিজ্ঞাপন এই প্রথম দেখলাম।