জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাতকের এক যুবক নিহত

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাতকের এক যুবক নিহত

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর – পাগলা-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবরাজ (১৯) নামক এক যুবক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও থানা সূত্রে জানাযায়, ২৮ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত জমির আলীর ছেলে যুবরাজ মিয়া (১৯) মোটরসাইকেল যোগে জেলার জগন্নাথপুর -পাগলা -আউশকান্দী মহাসড়ক দিয়ে নিজ বাড়ী ফিরছিলেন। বেলা প্রায় সাড়ে ৩ ঘটিকার সময় এই মহাসড়কের জগন্নাথপুর অংশে নাদামপুর পয়েন্ট এলাকায় পৌঁছা মাত্র মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সাইডে গাছের সাথে মোটরসাইকেল এর ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী যুবরাজ সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে এসেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে লাশ থানা হেফাজতে আছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নিহত যুবকের পরিবার এর সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ