জগন্নাথপুরে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং, ৩ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

জগন্নাথপুরে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং, ৩ হাজার টাকা জরিমানা 
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ও বাজারের শৃঙ্খলা রক্ষার লক্ষে মোবাইলকোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজারের শৃঙ্খলা রক্ষাকল্পে ৩ রা মার্চ রোজ সোমবার বিকালে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার রানীগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এসময় দোকানে ক্রয় রশিদ না থাকায় একজন আড়ৎদারকে ও দোকানে মূল্য তালিকা এক সবজি ব্যবসায়ীকে অর্থাৎ দুই ব্যবসা প্রতিষ্ঠানে ৩ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইলকোর্ট এর বিচারক  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, রমজানের সময় অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে বা মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না। ভোক্তারা যেন ন্যায্যমূল্যে পণ্য পায়, তা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত বাজার পর্যবেক্ষণ করবে। তিনি আরও বলেন , বাজারে পচা-বাসি খাবার বিক্রি, ওজনে কম দেওয়া বা রাস্তার ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। ব্যবসায়ীদের এসব বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যদি কেউ নিয়ম লঙ্ঘন করেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও পথিমধ্যে একটি ঢাকনা বিহীন ট্রাক্টরকে অরক্ষিতভাবে মাটি পরিবহন করার অপরাধে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, বিগত ০৩দিন ধরে নিয়মিত বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ