জগন্নাথপু‌রে য‌ৌথ বা‌হি‌নির বাজার মনিটরিং, দুই লক্ষ তিন হাজার টাকা জ‌রিমানা

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

জগন্নাথপু‌রে য‌ৌথ বা‌হি‌নির বাজার মনিটরিং, দুই লক্ষ তিন হাজার টাকা জ‌রিমানা

হুমায়ূন কবীর ফরীদি ##
সুনামগ‌ঞ্জের জগন্নাথপু‌রে য‌ৌথ বা‌হি‌নির বাজার ম‌নিট‌রিং দুই লক্ষ তিন হাজার টাকা জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টা থে‌কে বিকাল ৫টা পর্যন্ত জগন্নাথপুর পৌর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় ক‌রেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বরকত উল্লাহ,সহযোগিতায় ক‌রেন ক্যাপ্টেন শোয়েব এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর টীম ও জগন্নাথপুর থানা পুলিশ।
৬‌টি মামলা ক‌রে দুই লক্ষ তিন হাজার টাকা জ‌রিমানা আদায় করা হয়। এসময় বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুষি মালের দোকান, ফলের দোকান, সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রশিদ(মেমো) দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রশিদ প্রদান, পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।
অভিযানকালে হাবিব ট্রেডার্স কে সয়াবিনের ডিলিং লাইসেন্স না থাকা, দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, পণ্যের মোড়ক না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় এক লক্ষ। মান্না ট্রেডার্স কে সয়াবিনের ডিলিং লাইসেন্স না থাকা, মজুদ হিসাবের সাথে গুদামে বাস্তবে না পাওয়ায় কৃত্রিম সংকট সৃষ্টির জন্য পঞ্চাশ হাজার টাকা,আল্লাহর দান ফলের আড়তে খেজুরের প্যাকেটে মূল্য লিখা না থাকা ও কিছু ফলের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় বিশ হাজার। আবু বকর (আনারস বিক্রেতা) কে দোকানে ক্রয় রশিদ/মেমো না রাখা ও মূল্য তালিকা না থাকায় এক হাজার টাকা। মো, সাদ্দাম (সবজি দোকানি) কে লেবু ক্রয়ের ক্রয় রশিদ/মেমো না থাকায় দুই হাজার টাকা। মো, তাজউল্লাহ সবজির আড়ত কে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের ক্রয় রশিদ না রাখায় ত্রিশ হাজার টাকা সহ মোট দুই লক্ষ তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।
এছাড়া, ব্যবসায়ীগণকে ক্রেতার সাথে ভালো ব্যবহার ও আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়।
এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ