প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
চোরাই পথে ভারত থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে আসা ২ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাতে উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি এলাকা থেকে ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে চারাগাঁও বিজিবির টহল দল।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় শার্ট পিস ৫১২৭টি, প্যান্টের কাপড় ১৫৬ মিটার, ব্লেজারের কাপড় ১২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড় ২০৪৩০ মিটার এবং স্কীন সানরাইজ ক্রীম ৯০০০ পিস আটক করে চারাগাঁও বিওপির টহল দল। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তের চিহ্নিত চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest