প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
সুনামগঞ্জ সংবাদদাতাঃ
দিরাই উপজেলার হাওর এলাকায় সরকারিভাবে ইজারা দেওয়া জলমহাল (বিল) থেকে মাছ লুটের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- দিরাই উপজেলার কল্যাণী গ্রামের জীবন রায় (৪৫), চন্দ্রপুর গ্রামের এরশাদ মিয়া (৩২), হূমায়ুন মিয়া (২০), ভাঙ্গাডহর গ্রামের পিন্টু তালুকদার (৩২) ও মৃদুল দাস (২৮), বাউশি গ্রামের বাধন বৈষ্ণব (২৩) এবং একই গ্রামের আরও দুই কিশোর।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
দিরাই থানা পুলিশের তথ্যমতে, বুধবার উপজেলার বেতইর জলমহালের মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ করেন জলমহালের ইজারাদার কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লংকেশ্বর দাস। তিনি দিরাইয়ের ঘাগটিয়া, বাউশি, চন্দ্রপুর, কল্যানী, ভাঙ্গাডহরসহ ৬টি গ্রামের ২২ জনের নামসহ দুই হাজার জনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলায় তিনি জলমহালের এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে।
দিরাই থানার ওসি মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, যেখানেই খবর পাচ্ছি আমরা চেষ্টা করছি জলমহাল রক্ষা করার। ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মাছ ধরার বিভিন্ন জাল উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে দিরাইয়ের চিকনদাইর জলমহাল ও কাঠুয়া জলমহালের মাছ লুট করে ২০ গ্রামের মানুষ। এই নিয়ে দিরাই, শাল্লা, জামালগঞ্জসহ তিন উপজেলায় ১০টি জলমহালের ১২ কোটি টাকার মাছ লুট হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest