জগন্নাথপুরের সালিশ ব্যক্তিত্ব আরব আলীর ইন্তেকাল: বিজনেস গ্রুপের শোক

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

জগন্নাথপুরের সালিশ ব্যক্তিত্ব আরব আলীর ইন্তেকাল: বিজনেস গ্রুপের শোক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদরের বাড়ি জগন্নাথপুর (মুন্সিপাড়া) গ্রামের বনফুল জগন্নাথপুর শো রুমের পরিচালক জাহাঙ্গীর আলম পিতা, সালিশ ব্যক্তিত্ব আরব আলী সিলেটের এর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শনিবার (৮মার্চ) সকাল ৬টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ২টায় জগন্নাথপুর তিলোনার মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এ দিকে কুশিয়ারা বিজনেস গ্রুপের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম পিতার মৃত্যুতে গ্রুপের সভাপতি আবুল হোসেন মো: ওয়ালীউল্লাহ, সেক্রেটারী গোলাম সারোয়ার, কার্যকরী পরিষদের সদস্য আনোয়ার হোসেন, দিদার আহমদ সুমন, সদস্য আনোয়ার হোসেন আনহার, সদস্য শিশু মিয়া, তপন চন্দ্র শীল, মোবারক হোসেন জনি, শিপন আহমদ, সুজন আহমদ শুভ, সাইফুল ইসলাম রনি এক শোক বার্তায় তারা বলেন, আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীরভাবে সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ মরহুমকে বেহেশত নছিব করুন। আমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ