প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫
আটক আওয়ামী লীগ নেতা
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
অভিযানে গিয়েছিল পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হকচকিয়ে ওঠেন আওয়ামী লীগ নেতা। আতঙ্কিত হয়ে পড়েন। ‘রক্ষা’ পেতে বাড়ি থেকে পালানোর ফন্দি আটেন। কিন্তু বিধি-বাম। বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ পাননি। উপায়ান্তর না পেয়ে বাথরুমের উপরের স্টোররুমে লুকিয়ে পড়েন ওই আওয়ামী লীগ নেতা।
তবে সেখানে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তার। ওই নেতার বায়ুত্যাগের শব্দ শুনে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। অতঃপর ওই স্টোররুম থেকে তাকে নামিয়ে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য ওই নেতার অবস্থান নিশ্চিত হয়ে তাকে স্টোররুম থেকে নেমে আসতে বলছেন। পুলিশ সদস্যদের নির্দেশে তিনি ওই রুমের ঢাকনা খুলে নিচে নেমে আসেন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
প্রাথমিকভাবে ঘটনাটি চট্টগ্রামের বলে জানা গেছে। তবে ওই আওয়ামী লীগ নেতার পরিচয় জানা যায়নি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest