জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে থানার এসআই মো. হাদী আব্দুল্লাহ, এসআই লুৎফর রহমান ও এএসআই মোঃ সজীব মিয়া সহ একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নন্দিরগাঁও গ্রামের সমশ্তর নুর মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫),ছৈদাবাদ দাওরাই গ্রামের মৃত মোঃ আহাদ মিয়ার ছেলে জায়েদ মিয়া,কাদিপুর গ্রামের রশিদ আলীর ছেলে মো, এয়াকুব আলী (৩৯)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।##

এ সংক্রান্ত আরও সংবাদ