প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
এবারের পবিত্র ঈদুল ফিতরে ব্যাংকের শাখা থেকে নতুন নোট বিতরণ করা হবে না। বাংলাদেশ ব্যাংক নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিতের জন্য বিভিন্ন ব্যাংককে চিঠি পাঠিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ আপত্তি জানিয়েছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ঈদের আগে নতুন নোট ছাড়ার পরিকল্পনা স্থগিত করেছে।
বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো। চিঠিতে পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সকল নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ মার্চ থেকে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিতরণের কথা ছিল। ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য নতুন নোট বিনিময়ের পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ করে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, বাজারে প্রচলিত নোট ব্যবহার অব্যাহত থাকবে। তবে নতুন নকশার নোট আগামী এপ্রিল-মে মাসে বাজারে আসতে পারে।
জানা গেছে, নতুন নোট থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনার ছবি থাকবে।
টাকা ছাপানোর কাজে যুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের মাত্র ৮–১০টি কারখানা ১৯০টি দেশের জন্য টাকা ছাপানোর কাগজ সরবরাহ করে। ফলে হঠাৎ করে নকশা পরিবর্তন করে নতুন নোট ছাপানো সম্ভব নয়।
এছাড়া, নতুন ডিজাইনের নোট আনতে সাধারণত দুই বছর সময় লাগে। তবে বর্তমান পরিস্থিতির কারণে দ্রুততার সঙ্গে নতুন নোট বাজারে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest