প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫
ছবিসূত্র: এক্স থেকে সংগৃহীত
ইউএস বাংলা বার্তা ডেস্ক#
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট এবং দুইজন হাসপাতালের কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার এ দুর্ঘ টনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। হেলিকপ্টারটি রোগী পরিবহন শেষে কলম্বাসে ফিরছিল।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ম্যাডিসন কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
জ্যাকসন থেকে কলম্বাসে তাদের ঘাঁটিতে ফেরার সময় যোগাযোগ কেন্দ্রের সঙ্গে হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক উপাচার্য ডঃ লুঅ্যান উডওয়ার্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হেলিকপ্টারটির আরোহীরা সকলেই নিহত হন। তিনি আরো বলেন, ‘মিসিসিপি মেডিকেল সেন্টারের দুইজন ক্রু সদস্য ছিলেন এবং অন্যজন পাইলট ছিলেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে কোনো রোগী ছিল না।
উডওয়ার্ড বলেন, ‘এ ঘটনায় পুরো মেডিক্যাল সেন্টার পরিবার মর্মাহত।’
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক চিহ্নিত ইউরোকপ্টার ইসি-১৩৫ বিমানটি নিয়ন্ত্রণ হারানোর কারণ কী ছিল তা স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতি অনুসারে, এয়ারকেয়ার জরুরি পরিষেবা চালু থাকা ২৯ বছরের মধ্যে এটিই প্রথম দুর্ঘটনা। স্কুলটি দুর্ঘটনার কারণ জানায়নি তবে জানিয়েছে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য কর্তৃপক্ষ তদন্ত করছে।
তিনজন নিহতের পরিবারকে ঘটনাটি অবহিত করা হয়েছে। তবে গোপনীয়তা রক্ষার জন্য কর্তৃপক্ষ নাম প্রকাশ করেনি। মিসিসিপির গভর্নর টেট রিভস ফেসবুকে বলেছেন, ‘আমাদের রাজ্য এই বীরদের আত্মত্যাগ কখনও ভুলবে না।’
ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল জেট বিধ্বস্ত হওয়ার পাঁচ সপ্তাহেরও বেশি সময় পরে এই দুর্ঘটনাটি ঘটল, ওই ঘটনায় বিমানের ছয়জন এবং মাটিতে একজন নিহত হন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest