জগন্নাথপুর পৌরসভার বাজার ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

জগন্নাথপুর পৌরসভার বাজার ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজার ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) ইউনিট সভাপতি মাওলানা নেছার উদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ছাদিকুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুতফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ, শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও উপজেলা জামায়াতের আইবি ডাব্লিউ এফ এর সভাপতি জামাল উদ্দিন বেলাল, বিশিষ্ট ব্যাবসায়ী শাহ জাহান, মাওলানা শামসুল ইসলাম, শিপন আহমেদ, জাহাঙ্গীর চৌধুরী শামসুল ইসলাম প্রমুখ। এ সময় পৌরসভার বাজার ইউনিটের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রমজানের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হলে দেশে সন্ত্রাস, রাহাজানি, চাদাবাজি ও ধর্ষণের মত ঘটনা ঘটবে না। তাই আমাদের সবাইকে আল কোরআনের শিক্ষা সবার জীবনে বাস্তবায়িত করতে আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ