রমজান উপলক্ষে “উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন”কর্তৃক দরিদ্র মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

রমজান উপলক্ষে “উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন”কর্তৃক দরিদ্র মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উমরা মিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে তিন শত পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা প্রয়াত উমরা মিয়ার কোরেশীর পরিবার বর্গের হাতে গড়া আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠলগ্ন হতে এই সংগঠন সংশ্লিষ্টরা জনসেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে হতদরিদ্র মানুষকে কিছুটা হলেও সহযোগিতা করার লক্ষে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৩ই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় এই ফাউন্ডেশনের সদস্য জাকুয়ান আলম কোরেশী নিজ বাসভবন প্রাঙ্গণে শ্রীধরপাশা গ্রামের হতদরিদ্র সহ আশপাশ গ্রামের তিন শতাধিক মানুষ এর মধ্যে এক হাজার টাকা সমপরিমাণ মূল্যের উপহার সামগ্রী অর্থাৎ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীধরপাশা গ্রামের প্রবীন মুরব্বি গন্যমান্য ব্যক্তি আফরোজ আলম কোরেশী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হুসেন অমৃত, সাধারন সম্পাদক মাসুম আলম কোরেশী, সহ-সভাপতি জুনেদ আহমদ, সদস্য সালমান আলম, আনোয়ার হোসেন, আব্দুল কদ্দুস, উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও সুবিধাভোগী ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পবিত্র রমজানের এ উপহার সামগ্রী বিতরন কালে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজানে সংযমী হতে হবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা। আমি বিত্তবান গুনীজনদের প্রতি আকুল আবেদন রাখব আসুন আমরা রমজানুল মোবারক এর মতো সার্বক্ষণিক সহায় সম্বলহীন অসহায় হতদরিদ্র মানুষ এর পাশে দাড়াই।

এ সংক্রান্ত আরও সংবাদ