প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বস্তূনিষ্ট সংবাদ প্রকাশে সমাজের দর্পণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সবাইকে একসাথে নিয়ে কাজ করার প্রত্যয়ব্যক্ত করে নতুন দিনে প্রত্যশা নিয়ে সর্ববৃহৎ সাংবাদিকের সংগঠন হিসেবে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আত্নপ্রকাশ করেছে।
১৩ই মার্চ রোজ বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর সদরের মাহিমা রেষ্টুরেন্টে ইফতারের পর সাংবাদিক রিয়াজ রহমান এর সভাপতিত্বে ও সাংবাদিক হুমায়ুন কবির এর পরিচালনায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন এর লক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের মতামতের ভিত্তিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ুন কবিরকে সভাপতি, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ারকে সাধারন সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়াকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহ এসএম ফরিদ (দৈনিক প্রতিদিনের সাংবাদ ), সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি( দৈনিক আজকের বসুন্ধরা), সহ-সাধারন সম্পাদক বিপ্লব দেবনাথ ( দৈনিক আলোকিত সময়), দপ্তর সম্পাদক ইকবাল হোসেন দৈনিক বিজয়ের কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমীন ( দৈনিক খোলা কাগজ), কার্যকরী সদস্য রিয়াজ রহমান ( দৈনিক ভোরের কাগজ), মুকিম উদ্দিন ( দৈনিক ঢাকা), দোলন মিয়া ( দৈনিক এশিয়ার বানী), সাধারন সদস্য মিজানুর রহমান মিজান (দৈনিক আজকের দর্পন), জাবির আহমদ চৌধুরী (আজকের স্বদেশ), আকমল হোসেন(আজকের স্বদেশ) ও নিজাম উদ্দিন ( আজকের স্বদেশ)।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest