হুমায়ূন কবীর ফরীদি##
২৫শে মার্চ গণহত্যা দিবস, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫শে মার্চ গণহত্যা দিবস, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯শে মার্চ রোজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, পাটলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া -হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, জগন্নাথপুর ফায়ার সার্ভিস এর ইনচার্জ মুর্শেদ আহমদ, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা জিল্লুর রহমান, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হোসেন মোঃ ওয়ালি উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ুন কবির, সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ুন কবীর ফরীদি, অর্থ সম্পাদক দৈনিক সিলেট বানী পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, কার্যকরী সদস্য দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি রিয়াজ রহমান, সাংবাদিক শাহজাহান ও দৈনিক ঢাকা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মুকিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।