প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২
সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন,আমরা সাহায্যের জন্য বাইরে হাত পাতি না। বাজেটের শতকরা এক টাকাও খয়রাতির না, আল্লাহ সাক্ষী আমরা এখন অনেক টাকা দান করি। আমাদের ৪ লাখ কোটি টাকা রিজার্ভ আছে।
মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নির্মাণের কাজ যখম প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন তখন অনেকে বলেছিল সেতু ত নির্মাণ করতে পারবে না বরং বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। কিন্তু বর্তমানে দেশ,তো দেউলিয়া হয়নি বরং লক্ষ হাজার কোটি টাকা ব্যাংকে জমা আছে। এই টাকা গুলো আমরা ব্যায় করব মানুষের কল্যাণে। যেখানে মানুষের উপকার হবে। বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, ল্যাটিন, স্কুল, হাসপাতল, রেললাইন এই গুলোতে আমরা ব্যায় করব।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের পৌর শহরের মল্লিকপুর এলাকায় জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এই সব কথা বলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু প্রমুখ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest