জগন্নাথপুরে শিক্ষার্থী সামি’র উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

জগন্নাথপুরে শিক্ষার্থী সামি’র উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে কলেজ পড়ুয়া শিক্ষার্থী সাজ্জাদুর রহমান সামি’র উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইশহাকপুর গ্রাম নিবাসী শাহীনুর রহমান এর ছেলে কলেজ পড়ুয়া শিক্ষার্থী সাজ্জাদুর রহমান সামি’র উপর আরোপিত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনগণ এর ব্যানারে ২১ শে মার্চ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে সাবেক কাউন্সিলর খলিলুর রহমান এর সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়াবীদ শাহ মাহফুজুল করিম এর পরিচালনায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ এম এ কয়েস, মোঃ আব্দুল ওয়াহাব, শেখ মোহাম্মদ ফজর আলী, মাওলানা মতিউর রহমান, শিক্ষক মোঃ নূরুল হক, বিজয় কান্তি দাস, মোঃ সুয়েদ আহমদ রিপন মিয়া, দীনেশ দাস, শাহ মোঃ আব্দুল কাহার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল আলীম, শিক্ষার্থী মোঃ নেওয়াজ, মোঃ জুয়েল মিয়া,ল আব্দুস শাহীদ, মোঃ নাজিম উদ্দীন।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ