প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন জামাতের উদ্যোগে প্রায় ১৭ বছর পর দারুচ্ছুন্নাহ হাফিজিয়ার সিনিয়র মাদ্রাসা মাঠে আলোচনা সভা, দোয়া ও বিশাল ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১মার্চ) ইফতার পূর্বক আলোচনা সভায় ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ আব্দুল মুক্তাদীর খালেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী আরজু মিয়ার পরিচালনায় ক্বোরআন থেকে তেলাওয়াত করেন ১নং ওয়ার্ডের জামাতের সভাপতি নেছার আহমদ। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট জর্জ কোর্ট-এর এপিপি এডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামাতের সভাপতি আহম ওয়ালী উল্লা, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন।
এ সময় বিএনপি নেতা কয়েস উদ্দিন, নুরুজ্জামান নুর, পৌরসভার জামাতের টিম সদস্য নেছার উদ্দিন, জামাতের পেশাজীবির এসিস্ট্যান্ট সেক্রেটারী শামসুল আবেদীন, ওয়ালা পরিষদের সেক্রেটারী মাওলানা হোসাইন আহমদ, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, রানীগঞ্জ ইউনিয়ন জামাতের সহ-সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন, হাজী আব্দুস সাত্তার, এসিস্ট্যান্ট সেক্রেটারী জহির উদ্দিন মাসুদ, সমাজকল্যাণ সেক্রেটারী আবুল কাশেম, বায়তুলমাল সেক্রেটারী মিজানুর রহমান, উলামা বিভাগীয় সেক্রেটারী শেখ আব্বাস আলী, শ্রমীক কল্যাণ সেক্রেটারী এনাম উদ্দিন, তথ্য প্রযুক্তি সেক্রেটারী শরীফুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য আবু তাহের মজনু, মোশাহিদ আলী, রাজু মিয়া, নেছার আহমদ, সেনুজ আহমদ, মতিউর রহমান, জামাত নেতা সুজাত আলী, শিপন আহমদ, শাহেদ তালুকদার, আখলিছ মিয়া, শাহি আহমদ ফুলাদ, হাফিজ রুহুল আমিন, কেএম এনাম, আফজল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড ও বাজার থেকে আসা প্রায় পনের শত জনসাধারন উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, রমজান মু’মিন মুসলিমদের জন্য শিক্ষণীয় মাস। রমজানে আমরা যেভাবে সকল পাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকি এবং আত্মশুদ্ধি অর্জন করি। সেভাবে যেন সারাজীবন চলতে পারি। আজকের ইফতার মাহফিল থেকে আমরা একটাই শিক্ষা গ্রহণ করি, বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় আমাদের মাধ্যমে।##
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest