প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
মাদক সেবন করিয়ে এক তরুণীকে নির্যাতনের অভিযোগে খুলনার আলোচিত নারী মোটরসাইকেল প্রশিক্ষক এশা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এশা মোটরসাইকেল প্রশিক্ষণের সঙ্গে তরুণীদের মধ্যে মাদক সরবরাহ করত। শনিবার এক মেয়েকে মাদক সেবন করিয়ে নির্যাতনের ফলে সে অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা তরুণীকে নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রওনা দেন। পথে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে এশা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় নৌবাহিনীর একটি টহল টিম তাকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেন। রোববার এশাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।সুত্রঃ সমকাল অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest