রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের ১৭তম ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের ১৭তম ইফতার মাহফিল সম্পন্ন

জগন্নাথপুর  প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আর্তমানবতাসেবায় নিয়োজিত সববৃহৎ সামাজিক সংগঠন রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের ১৭তম ইফতার মাহফিল রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ১৫শত সাধারন জনতাকের নিয়ে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলীনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মুন্নার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠা সদস্য জুনায়েদ আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাজী কাজি নজরুল ইসলাম নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ মিলান ফ্যাশনের মালিক ও ক্লাবের দাতা সদস্য মো. লুৎফুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য ইছরাক আলী মেম্বার, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান প্রমুখ। আরো বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি নুরুল হক, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ অর্থ সম্পাদক লিকছন মিয়া প্রমুখ।
এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রাজু আহমেদ, আজীবন দাতা সদস্য সাজিবুর রহমান সোহান, আজীবন দাতা সদস্য মামুন আহমেদ, হারুনুর রশীদ, গোলাম আহমদ (আলী আহমদ), আমিনুল হক, হেলাল মিয়া, জামাত নেতা শাহেদ তালুকদার, রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী লিলু মিয়া, শুভাকাঙ্ক্ষী মো. এলেমান মিয়া, রানা রায়, নিতেন দাশ, ফ্রেন্ডস ক্লাবের সদস্য সহ রানীগঞ্জ বাজারের বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন।
এ সময় বক্তারা বলেন, রানীগঞ্জ ইউনিয়নের ক্লাবের আদর্শ ক্লাব হল ফ্রেন্ডস্ ক্লাব যা অত্র এলাকার সকল মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছে। উক্ত ক্লাব গরিব, দুঃখী মেহনতী মানুষের জন্য যে কর্মসূচি বাস্তবায়ন করছে যা অত্র এলাকার নয় জগন্নাথপুরের সকলের মুখে মুখে শুনা যায়, মানবতার জন্য কল্যাণ মুখী কাজ করে যাচ্ছে। তারা ১৬ বছর পার করে এবার ১৭ বছরে ইফতার মাহফিল করলো যা অত্র অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। তাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে দেশ বিদেশের বিত্তশালীরা এগিয়ে আসলে এই দেশের দরিদ্র মানুষরা উপকৃত হবে। আগামী দিনেও রানীগঞ্জ ইউনিয়নের সেবা করে যাবে রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাব।

এ সংক্রান্ত আরও সংবাদ