প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
দোয়ারাবাজারে অবৈধ ভাবে বালু উত্তোলনকালে ২৩ জনকে গ্রেপ্তার করার পাশা-পাশি নৌকা, ড্রেজার মেশিন ,বালু ও নগদ টাকা জব্দ করেছে যৌথ বাহিনী।
সুত্রে জানাযায়, ২৩শে মার্চ রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় সেনাবাহিনী ও দোয়ারাবাজার থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে সুনামগঞ্জের বিশম্ভরপুর থানার বাদেরটেক গ্রামের বাসিন্দা রশিদ মিয়া (২৮), মোঃ আজিজুর রহমান (২২), রাকিব হোসেন (২২), মোঃ আসাদ মিয়া (২৮), মোঃ সাদ্দাম হোসেন (৩৫), মেহেদী হাসান (২৫), সুমন মিয়া (১৮), আব্দুর নুর (২০), পূর্ব রামপুর গ্রামের বাসিন্দা আমির আলী (২৫), মোঃ সাদির হোসেন (২২), মোঃ আল আমিন (২৫), ফুলবাড়ি গ্রামের বাসিন্দা ফাহিম আহমদ (২২), আশিকনুর (২৪) – দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ১৪. আঃ শহিদ (৫২), সবুজ মিয়া (৩৮), জানফর আলী (৩৫), সুনামগঞ্জ সদর উপজেলার ছাতারপাড় গ্রামের বাসিন্দা আব্দুল করিম (৩০), মোঃ আব্দুল বাতেন (২৮), ১৯. মহিতুর রহমান (২২), হরুয়াকান্দা গ্রামের বাসিন্দা মোঃ শাহিন আলম (২৩), ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা মোঃ জিয়াউর রহমান (২৭), জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা মুমিন মিয়া (২৫) ও জুনু মিয়া (২৫)কে গ্রেপ্তার করার পাশা-পাশি ৪টি স্টিলবডি নৌকা, ৫টি ছোট কাঠের নৌকার সাথে ৫টি ড্রেজার মেশিন, ৮৫০ ঘনফুট বালু ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা জব্দ করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest