কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে সমাগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে” কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ” এর উদ্যোগে ও অর্থায়নে সহস্রাধিক হত-দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার স্বরূপ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবং সংগঠন এর সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সহসাংগঠনিক সম্পাদককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর দেশ-বিদেশে অবস্থানরত ব্যক্তিবর্গের হাতে গড়া আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন “কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি “এর প্রতিষ্ঠলগ্ন হতে এই সংগঠন সংশ্লিষ্টরা জনসেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় অন্যান্য সময়র মতো সমাগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫শে মার্চ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় আটপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক আলীনুর রশীদ এর সভাপতিত্বে ও আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য তাহিদুর রহমান এর পরিচালনায় অর্থ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার শেখ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি আব্দুল মতলিব চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির অন্যতম সমন্বয়ক হাজী মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির শুভাকাঙ্ক্ষী এক্সিম ব্যাংক ফেঞ্চুগঞ্জ  শাখার পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক  মোঃ তালিমুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন  আকাশ ও বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য প্রমূখ।
শিক্ষক তাহিদুর রহমান এর কোরান তেলাওয়াত ও বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্যের গাীতাপাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত এই অনুষ্টানের আলোচনা পর্ব শেষে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ব্যারিসটার জয়নাল আবেদীন, সহসাংগঠনিক সম্পাদক আবুল হোসেন আকাশ ও আব্দুল মতলিব চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এবং হতদরিদ্র সহস্রাধিক মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে ঈদ উপহার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির শুভাকাঙ্ক্ষী  সুহেল আহমদ তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী কুটি মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুজ্জামান, মসিক আহমদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি খায়রুল হাসান রূপা, ডাঃ সাজ্জাদুর রহমান, সুহেল আহমদ, সুয়েব আহমদ,ছবির মিয়া, শাহান আহমদ চৌধুরী, রেজাউল ইসলাম, তুহেল আহমদ, আব্দুল মুবিন, শেলিম মিয়া ও আব্দুল মালিক সহ সুবিধাভোগী জনসাধারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ