প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পল্লীতে ধান শুকানোর জায়গার দখলকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১লা এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের আব্দুল খালিক,মুক্তার আলী গংদের সাথে একই গ্রামের শাহ আলমের পূর্ববিরোধ চলে আসছিল।
এরই জেরে ঘটনার দিন ও সময় রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখল ও পুর্ব বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাাহতির ঘটনা ঘটে। পরবর্তীতে উভয়পক্ষই দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতরা কে কোন পক্ষের প্রাথমিক পর্যায়ে জানা না গেলেও রঘুনাথপুর গ্রামের মহিবুর রহমান মানিক (৩৫),কামাল হোসেন (২৮), শাহীন মিয়া(৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২),শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০),শফিক আলী (৫০)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নামও পরিচয় জানা সম্ভব হয়নি।
আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest