জগন্নাথপুরে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রায় ৪০ জন আহত

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

জগন্নাথপুরে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রায় ৪০ জন আহত

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর পল্লীতে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেয়ার জের ধরে  দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী  সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ প্রায় ৪০ জন আহত হয়েছে। আহতদের সিলেট ও স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত  জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েকদিন আগে স্থানীয়রা বিষয়টি সমাধান করেন। ঈদের দিন ৩১শে মার্চ রোজ  সোমবার লেবু মিয়ার পক্ষের একজন যুবক প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে পোষ্ট করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার জের ধরে উভয় পক্ষের লোকজন ১লা এপ্রিল রোজ মঙ্গলবার  সকাল ১১ টার দিকে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে গ্রাম পার্শ্ববর্তী মাঠে রক্তক্ষয়ী  সংঘর্ষে লিপ্ত হয়।  ঘন্টাব্যাপি সংঘর্ষে ৫জন গুলিবদ্ধসহ প্রায়  ৪০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, ফেসবুকে পোষ্ট দেওয়া কে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকার সালিশী ব্যক্তিগণসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ও জগন্নাথপুরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের জরুরি বিভাগে কর্তব্যরত  ডা. তামজিদ হোসেন বলেন, আহতের মধ্যে ৫ জনকে সিলেট ওসমানিতে রেফার্ড করা হয়েছে। তাদের শরীর গুলি কিনা এটি এক্সের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ  মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে । এখন পরিস্হিত শান্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ