যুক্তরাষ্ট্রের বাজারে আসছে চালকবিহীন ট্রাক চালকবিহীন ট্রাক

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

যুক্তরাষ্ট্রের বাজারে আসছে চালকবিহীন ট্রাক চালকবিহীন ট্রাক

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

স্বয়ংচালিত প্রযুক্তি খাতে এখন পর্যন্ত মূল মনোযোগ ছিল রোবোট্যাক্সির দিকে। তবে ভারী কাজ করা ট্রাকগুলোও প্রতিদ্বন্দ্বী স্টার্টআপগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করেছে। চালকবিহীন এই ট্রাকগুলি রিমোট পড অপারেটর দ্বারা পরিচালিত হবে।
১১ বিলিয়ন ডলার বাজারমূল্যের মার্কিন স্টার্ট-আপ অরোরা ইনোভেশন এপ্রিল মাসে ঘোষণা করেছে যে তারা ডালাস ও হিউস্টনের মধ্যে বাণিজ্যিকভাবে ১০টি চালকবিহীন ট্রাক রাস্তায় বের করবে। কোম্পানিটি ভলভো, উবার ও ফেডেক্সের অংশীদার।
সুইডিশ স্টার্ট-আপ কোম্পানি আইনরাইড এ বছরের শেষের দিকে মার্কিন স্টক মার্কেটের তালিকাভুক্ত (আইপিও) হতে পারে। এ বিষয়ে ইতোমধ্যে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে কোম্পানিটি। ধারণা করা হচ্ছে কোম্পানিটির মূল্য পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে।
প্রাইভেট ইকুইটি ফার্ম ইকিউটি এবং মার্কিন ক্যাপিটাল গ্রুপসহ এর প্রধান শেয়ারহোল্ডাররা এ বছরই একে তালিকাভুক্তির পরিকল্পনা করছে। স্বায়ত্তশাসিত প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কাজে লাগিয়ে কোম্পানিটি প্রাক-আইপিও তহবিল সংগ্রহ শুরু করেছে। তারা অন্তত ২০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।
তালিকাভুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, স্বয়ংক্রিয় ট্রাক এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়। কারণ মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দিকে ঝুঁকছে। বেশ কয়েকটি কোম্পানি এটি নিয়ে উচ্চমূল্যের ব্যবসাও করছে।
চালকের ঘাটতি, পরিবহণ ব্যয়ের ঊর্ধ্বগতি এবং অনলাইন কেনাকাটার ফলে পার্সেল পরিবহনের ক্রমবর্ধমান চাপের মধ্যে ৪.৬ ট্রিলিয়ন মূল্যের এ বাজারে এ ট্রাককে উপযুক্ত হিসেবে দেখা হচ্ছে।
২০১৬ সালে সুইডেনে স্বামী-স্ত্রী রবার্ট ফাল্ক ও লিনিয়া কর্নেহেড ফাল্কের প্রতিষ্ঠিত স্টার্ট-আপ আইনরাইডের স্বায়ত্তশাসিত ও বৈদ্যুতিক ট্রাকগুলো তাদের ব্যতিক্রমী নকশার জন্য পরিচিত। ২০১৮ সালে এগুলো বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে। এর এক বছর পর, আইনরাইড জনসাধারণের জন্য রাস্তায় সম্পূর্ণ স্বয়ংচালিত ট্রাক পরিচালনার ক্ষেত্রে পথিকৃৎ হয়ে ওঠে।
আইনরাইডের গত বছরের আয় ছিল ৪৩ মিলিয়ন ডলার। এ ট্রাকের অর্ডার রয়েছে প্রায় ৮৩০ মিলিয়ন ডলারের। সম্প্রতি ইউরোপীয় স্টার্টআপগুলোর দলে এ কোম্পানি অন্যতম জায়গা করে নিয়েছে। তারা এবার নজর দিচ্ছে মার্কিন স্টক মার্কেটেরে দিকে। এটি স্পটিফাই ও ক্লারনার মতো সুইডিশ কোম্পানির পথ অনুসরণ করছে।
তহবিল সংগ্রহের মাধ্যমে আইনরাইডের মূল্য ৩ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। চালকবিহীন ট্রাক ও স্বায়ত্তশাসিত প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার কারণে ব্যাংকাররা ধারণা করছেন, এর সম্ভাব্য আইপিও মূল্য পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে।
আইনরাইড এই সপ্তাহে বিশ্বের বৃহত্তম স্বায়ত্তশাসিত ট্রাক প্রকল্পের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে কাজ শুরু করার ঘোষণা দিতে যাচ্ছে। ২০২৩ সালে প্রথম ঘোষিত এই চুক্তির আওতায় দেশটিতে ৫৫০ কিলোমিটার দীর্ঘ একটি প্রস্তাবিত মালবাহী নেটওয়ার্কের জন্য ২০০টি স্বায়ত্তশাসিত ট্রাক এবং ১০০টি ম্যানুয়াল যানবাহন তৈরির অর্ডার রয়েছে।
কনসালটেন্সি ম্যাককিনসের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বায়ত্তশাসিত ভারী কাজের ট্রাকের বাজারের আয় ৬১৬ বিলিয়ন ডলার ছাড়াবে। এর মধ্যে চীনে ৩২৭ বিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্রে ১৭৮ বিলিয়ন ডলার এবং ইউরোপ থেকে আসবে ১১২ বিলিয়ন ডলার।
আইনরাইডের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, যেখানে এর বেশ কয়েকটি গ্রাহক ও শেয়ারহোল্ডার রয়েছে।