প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর এর কলকলিয়া -তেলিকোনা (চন্ডিঢহর) সড়কে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে সড়ক ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রায় অনুপযোগী হয়ে আছে। যদিও জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করছে। তার উপর ভারী যানবাহন চলাচল মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। যার ফলশ্রুতিতে যেকোনো মুহূর্তে এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ার আশংকা বিরাজ করছে। এমনকি অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনাও ঘটতে পারে।
২রা এপ্রিল সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, ২০২২ সালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া -তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের সাদিপুর পয়েন্ট এলাকা সহ প্রায় ১০ কিলোমিটার জুড়ে বিভিন্ন অংশে সড়কে ভাঙ্গন ও বড়বড় গর্তের সৃষ্টি হলেও আজো অবদি সরকারি ভাবে সংস্কার কাজ হয়নি। তবে বিগত বছরের প্রথম দিকে এলাকাবাসীর অর্থায়নে এই সড়কের শ্রীধরপাশা হতে কামারখাল পর্যন্ত আধা কিলোমিটার সড়কে কিছু সংস্কার কাজ হলেও এখানেও ফের বড়বড় গর্তের সৃষ্টি হয়ে সাম্প্রতিক সামান্য বৃষ্টিপাতে কাদাপানিতে একাকার হচ্ছে। যার ফলশ্রুতিতে এই সড়ক দিয়ে যানবাহনে ও পায়ে হেঁটে চলাচলকারী স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ হাজার হাজার জনসাধারণ চরম ভোগান্তির মধ্য দিয়ে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে জীবন জীবিকার তাগিদে ছোট ছোট যানবাহনে ও পায়ে হেঁটে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও পায়ে হেঁটে চলাচল করছেন। ভাঙাচোরা এই সড়কে প্রায় সময় ছোট-খাটো দুর্ঘটনা অহরহ ঘটছে। এছাড়াও এই সড়কের সাদিপুর পয়েন্ট এর পূর্ব পার্শ্বের কালভার্ট ব্রীজের এ্যপ্রোচ হতে প্রায় আধা কিলোমিটার এলাকা নীচের দিকে ধাবিত হওয়ার পাশা-পাশি বড়বড় গর্তে পানি জমে কাদামাটিতে একাকার হয়েছে। তার উপর এই সড়ক এর উপর দিয়ে প্রতিদিন ৭/১০ টন ওজনের বালু,সিমেন্ট ও মাটি ভর্তি লোড -আনলোড ট্রাক চলাচলের কারনে চলতি বৃষ্টি বাদলের দিনে এই সড়কের বিভিন্ন অংশে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা-পানিতে একাকার হয়ে আছে। প্রায়ই সময়ই সড়কের গর্তে ট্রাক আটকা পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলশ্রুতিতে স্থানীয় জনসাধারণ জনসাধারণ, স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী ও অফিস গামী লোকজন সহ পথচারীরা চরম ভোগান্তির মধ্য দিয়ে এই সড়ক দিয়ে দৈনন্দিন কাজে চলাফেরা করছেন। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এই গ্রামীণ সড়ক এর ৩/৪ টন ওজনের ধারণ ক্ষমতা থাকলেও স্থানীয় সচেতন মহল এর নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন চলাচল করছে। বিশেষ করে সাদিপুর পয়েন্ট এর একটি দোকানে দুই এক দিন পরপর বালু, পাথর ও সিমেন্ট ভর্তি ট্রাক আসা যাওয়া করছে। এযেন মরার উপর খাড়ার গা হয়ে দেখা দিয়েছে। যার ফলশ্রুতিতে সাদিপুর পয়েন্ট এলাকায় সড়কের উপর ক্রমান্বয়ে বড়বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি সড়ক নীচের দিকে ধাবিত হচ্ছে। এতে করে এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হতে পারে। বিধায় জনস্বার্থে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তি ও পথচারী তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, ব্যক্তি স্বার্থ হাসিলের তাগিদে অনেক ব্যবসায়ী প্রায়ই অধিক মালামাল বোঝাই ট্রাক এর মাধ্যমে মালামাল আনা-নেওয়া করছেন।তারা নিষেধ -বাঁধা শুনছেন না। অতিরিক্ত লোডের যানবাহন চলাচল এর কারণে সড়কে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে চলতি বৃষ্টি বাদলে কাদাপানিতে একাকার হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের তথা সর্বসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানাচ্ছি।
এ ব্যাপারে জানতে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন এর মুঠোফোনে ফোন দিলে ফোন রিসিভ না করায় আলাপ করা সম্ভব হয়নি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest