শান্তিগঞ্জের আমরিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

শান্তিগঞ্জের আমরিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) দুপুরে গ্রামের মিরাজ মিয়া ও নাজমুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমড়িয়া গ্রামের একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মিরাজ মিয়া ও নাজমুল ইসলামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে তারা লাঠিসোঁটা, ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, “মিরাজ মিয়া ও নাজমুল ইসলামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। বুধবার দুপুরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ