অপারেশন ডেবিল হান্টে শান্তিগঞ্জে আ,লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

অপারেশন ডেবিল হান্টে শান্তিগঞ্জে আ,লীগ নেতা গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ
অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছোয়াব আলীকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ছোয়াব আলী সাবেক পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নানের অন্যতম সহচর আইনজীবী শফিকুল ইসলামের বাবা। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছোয়াব আলীকে তাঁর নিজ বাড়ি উপজেলার পাথারিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ছোয়াব আলীকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ