জগন্নাথপুরে ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড.মোঃ ইলিয়াস মিয়া

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

জগন্নাথপুরে ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড.মোঃ ইলিয়াস মিয়া
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরের নলুয়ার হাওর এর ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
৭ই এপ্রিল রোজ সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর এর ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ,  জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের এসও সজীব কুমার শীল, জগন্নাথপুর উপজেলা  কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, জগন্নাথপুর থানার এসআই মোঃ সাকিব হাসান, পিআইসি মনিটরিং তদারকি কমিটির সদস্য , পিআইসির সভাপতি, সেক্রেটারি ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সকাল ১১ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার এর উত্তর পার্শ্ব থেকে ঘিপুড়া গ্রাম পর্যন্ত গ্রামীণ সড়কের কাবিখার মাটিকাটার সম্পন্ন কাজ পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর থানার তদন্ত ওসি জয়নাল আবেদীন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, পাউবোর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন,  কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মসিক আহমদ, জসীম উদ্দিন মিন্টু , কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি আলী হোসেন, সালিসি ব্যক্তি নূর আলী ও আব্দুল সোবহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় রাস্তার পাশে ঘাস ও গাছ লাগানোর জন্য  জেলা প্রশাসক  এই কাজের প্রজেক্ট সভাপতিকে নির্দেশনা দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ