প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রদল, জগন্নাথপুর পৌর শাখা ছাত্রদল ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সম্মিলিত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গাজায় মুসলমানদের উপর ইহুদি ইসরায়েলের নির্মম বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে ৮ই এপ্রিল রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় এক বিশাল সম্মিলিত বিশাল মিছিল জগন্নাথপুর পৌর শহরের মাদ্রাসা পয়েন্ট থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, যুক্তরাজ্য শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুতাজুর রেজা, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক রুহুল আমীন প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইহুদিবাদী ইসরায়েল অবিরাম গাজার মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞ ও ভারতের উগ্রবাদী হিন্দুরা বর্বরোচিত নির্যাতন করা সহ হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বর্বরোচিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি জোরদাবী জানাচ্ছি। এবং এই নির্মমতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলী পণ্য বর্জন করার মধ্য দিয়ে গাজাবাসীরা পাশে দাড়ানোর জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest