প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মুজিব মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই প্রায় ৮০ লক্ষ টাকায় ক্ষয় ক্ষতি। রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে যেতে পারে নাই। তিলে তিলে তৈরী করা ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাসেল মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে এই এলাকার লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতা জন্য আগুনে ভিডিও দিয়ে সাহায্য প্রার্থনা করেন। অনেকেই মুঠোফোনে যোগাযোগ করলেও রানীগঞ্জ ভায়া স্বজনশ্রী হয়ে বাউধরন মুজিব মার্কেটের রাস্তার খারাপ থাকায় ঘটনা স্থলে যেতে পারে নাই।
এ বিষয়ে বাউধরন গ্রামের ব্যবসায়ী শাহ আলম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ¦লতেছে। আগুনের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকদের কাছে সাহায্য কামনা করি। গ্যাস সিলিন্ডার দোকান থাকায় আমাদের অবস্তান থেকে বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। এর মধ্যে আগুনে পুড়ে প্রায় ৮০ লক্ষ টাকায় ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।##
জগন্নাথপুরে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জগন্নাথপুরের কলকলিয়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন কলকলিয়া ইমাম মুয়াজ্জিন পরিষদ।
শুক্রবার (১১ এপ্রিল) ২টায় কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কলকলিয়া বাজার শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কে শাহজালাল মহাবিদ্যালয় এর সামনে প্রতিবাদ সভায় মিলিত হন।
এ সময় বিক্ষোভকারীগন ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, হাবিলুনা কাবিলুনা, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সভায় ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদ এর সভাপতি ও বালিকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতলিব লতিফী এর সভাপতিত্বে অত্র পরিষদের সাধারণ সম্পাদক ও মোল্লারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান নোমানীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদ এর কোষাধ্যক্ষ মাওলানা সুহেল আহমদ।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম সাদিকুর রহমান নান্নু, মাওলানা নুর আহমদ, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট শাহজাহান মাহমুদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের সহ সভাপতি মাওলানা শামীম আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এখলাছুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, হাফিজ মো. নুরুজ্জামান, হাফিজ মোস্তাক আহমদ, মাওলানা রোমান হোসেন, মাওলানা আব্দুল জলিল জালালি, মাওলানা খোরশেদ আলম, মাওলানা রফিকুল ইসলাম বিপ্লবী, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সোহাইল ও কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদ এর প্রচার সম্পাদক হাফিজ মো. মাহবুব হোসেন প্রমুখ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন, শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ। প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাহিদুল হক।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest