জগন্নাথপুরে ল্যাবরেটরি ফ্রিজ স্থাপনের জন্য রক্তদান সংস্থা’র আবেদন

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

জগন্নাথপুরে ল্যাবরেটরি ফ্রিজ স্থাপনের জন্য রক্তদান সংস্থা’র আবেদন

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত সংরক্ষণের জন্য অনুমোদিত ল্যাবরেটরি ফ্রিজ ব্যবস্থার জন্য “জগন্নাথপুর রক্তদান সংস্থা” কর্তৃক আবেদন করা হয়েছে ।
শনিবার (১২ই এপ্রিল) সকাল ১০টায় উপজেলায় রোগীদের রক্ত চাহিদা পূরণে রক্ত সংরক্ষণের জন্য অনুমোদিত ল্যাবরেটরি ফ্রিজের প্রয়োজনীয়তা উল্লেখ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবীতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বরাবর আবেদন পত্র জমা দেন “জগন্নাথপুর রক্তদান সংস্থা’র” নেতৃবৃন্দ। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার পক্ষে আবেদন পত্র গ্রহণ করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীনুর ইসলাম শাহীন। এ সময় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা আফজাল আহমদ, প্রতিষ্ঠাতা শাহজাহান সিদ্দিকী, সহ-সভাপতি দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, রক্ত বিষয়ক সম্পাদক মহি উদ্দিন ও সদস্য নুরুল হক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ