প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে রাস্ট্রীয় মর্যাদায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান (৭৮) এঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান (৭৮) বিগত ১২ ই এপ্রিল রোজ শনিবার সকাল ৭ ঘঠিকার সময় রাজধানী শহরস্থ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দিন দিবাগত রাত সাড়ে ৮ ঘটিকার সময় রাস্ট্রীয় মর্যাদায় সৈয়দপুর ঈশানকোণা গ্রাম পার্শ্ববর্তী হালিছড়া মাঠে প্রয়াতের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর নামাজে জানাজার আগে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ এর নেতৃত্বে ও জগন্নাথপুর থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা বাবু শশী কান্ত ও পরিবারের লোকজন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, রাজনৈতিক ব্যক্তি লেঃ কর্নেল অব সৈদ আলী আহমদ প্রবীণ রাজনৈতিক ব্যক্তি সিদ্দিক আহমেদ, সুনামগঞ্জ জেলা জজ আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,বিজন কুমার দেব, প্রবাসী কমিউনিটি নেতা এম এ কাদির, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য প্রমুখ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest