প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
শান্তিগঞ্জ থেকে সংবাদদাতাঃ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানেই স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। ১৩ই এপ্রিল রোজ রবিবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার চত্বরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী হাম্মাদ আজাদ রাহিম ও ওবায়দুল হক মোনেম এর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির প্রমূখ।
বক্তব্যে তারা বলেন, ‘পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০২০ সালে যাচাই-বাচাই শেষে জেলাবাসীর সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। ২০২২ সালে ভিসি নিয়োগ শেষে শিক্ষার্থী ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে শ্রেণী কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে। নির্ধারিত জায়গা জেলা সদরের সবচেয়ে নিকটবর্তী স্থান হওয়ার পরও সম্প্রতি কতিপয় মানুষ বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবি তুলেছেন। তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক। বক্তব্যে তারা আরোও বলেন, সুনামগঞ্জ জেলাবাসীর স্বপ্নের ক্যাম্পাসে বাঁধা হয়ে দাঁড়াবেন না। যারা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবি তুলতেন তারা আমাদের সাথে আলোচনায় বসুন। আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান আসবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কার্যক্রম থেকে ফিরে আসুন। মানববন্ধন শেষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রেরণ করেন তারা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest