পুর্তগাল প্রবাসী বিএনপি নেতা “শামসুজ্জান”কে কলকলিয়া বিএনপির সংবর্ধনাও সম্মাননা ক্রেষ্ট প্রদান

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

পুর্তগাল প্রবাসী বিএনপি নেতা “শামসুজ্জান”কে কলকলিয়া বিএনপির সংবর্ধনাও সম্মাননা ক্রেষ্ট প্রদান

জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ

সাবেক ছাত্রনেতা পুর্তগাল প্রবাসী “শামসুজ্জামান জামান”কে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছেন কলকলিয়া ইউনিয়ন বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রাম নিবাসী শহীদ জিয়ার আদর্শের রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুর্তগাল শাখার যুগ্ম আহবায়ক মোঃ শামসুজ্জামান জামান সম্প্রতি সংক্ষিপ্ত সফরে জন্মভূমি বাংলাদেশে এসেছিলেন। তিনি সংক্ষিপ্ত সফর শেষে কর্মস্থল পুর্তগাল গমন উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠন এর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান উপলক্ষে ১৪ই এপ্রিল রোজ সোমবার বিকাল সাড়ে ৪ঘটিকার সময় দলীয় কার্যালয়ে কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান ও জগন্নাথপুর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নুর পরিচালনায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান।
আরও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ূন কবির, যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হোসেন আকাশ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শেলিম আহমদ , সাধারন সম্পাদক সোহেল আহমদ, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, আবির হোসেন আবু, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক ও সাধারন সম্পাদক রেজাউল হক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুস সামাদ, নজরুল ইসলাম, আজিজুল হক আজিবুল, আব্দুল মন্নান,আব্দুল মতিন, আবুল হোসেন, নূরুল হক, আনোয়ারুল হক, জিতু মিয়া, আতর আলী, উকিল আলী, আখলাকুল, আলী আকবর, জুনেদ আহমদ, জাহাঙ্গীর, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি শামসুজ্জামান, সদস্য মোজাম্মেল হক, আছিকর আলী, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাহেল আহমেদ,  কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম, সাংগঠনিক সম্পাদক মাবিয়া হাসান,  সদস্য মোঃ আব্দুর রহিম, নাঈম আহমেদ, রুমেন, আল হোসাইন, আলম, শহিদুল ও মোহাইমিন প্রমূখ।