হবিগঞ্জের হাওরে বজ্রপাতে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

হবিগঞ্জের হাওরে বজ্রপাতে ২ শ্রমিক নিহত
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের চান্দবন্দ হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ-পার্বত্যপুর গ্রামের মনিরুল মিয়া (৪৬) ও একই গ্রামের কাসিম উল্যার ছেলে কাছি উল্যাহ (৩৫)।

শিবপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরশাদ মিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জের একদল শ্রমিক চান্দবন্দ হাওরে সকাল থেকে ধান কাটছিলেন। বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দুই শ্রমিকের মৃত্যু হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ