এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে সিলেটে বিভিন্ন কর্মসূচী

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে সিলেটে বিভিন্ন কর্মসূচী

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান দাবীতে সিলেটে দোয়া মাহফিল, মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পাশা-পাশি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ১৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহসভাপতি আশিক উদ্দিন আশুক, মামুনুর রশিদ মামুন, নাজিম উদ্দিন লস্কর, সামিয়া বেগম চৌধুরী প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ইলিয়াস আলীসহ সব গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান ও মুক্তির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা। এ সময় জেলা সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী থেকে ইলিয়াস আলীকে গুম করার ১৩ বছর আজ অতিবাহিত। কিন্তু তার সন্ধান কেউ দিতে পারছে না। তৎকালীন সরকারের নানা আশ্বাস সত্ত্বেও আজ পর্যন্ত ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিএনপি নেতারা বলেন, আমরা বিশ্বাস করি, তিনি এখনো জীবিত এবং সংশ্লিষ্ট মহল তার অবস্থান সম্পর্কে অবগত। সিলেটবাসীর হৃদয়ের নেতা ইলিয়াস আলীর খোঁজ না পাওয়া আমাদের জন্য গভীর বেদনা ও ক্ষোভের বিষয়। এটি একটি জাতির জন্য চরম লজ্জার।
এছাড়াও ইলিয়াস আলীর সন্ধান দাবিতে পারিবারিকভাবে সিলেটের বিশ্বনাথের রামধানায় ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাজার মসজিদে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিলে ইলিয়াস আলী ছাড়াও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্যসচিব শাকিল মুর্শেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।