প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫
সুনামগঞ্জ থেকে সংবাদদাতাঃ
সুনামগঞ্জে আসন্ন বোরো ধান সংগ্রহ কার্যক্রম বিষয়ে মিলার,খাদ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর (শাহীন)। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক এবং জেলা খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ,জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হুমায়ূন কবির,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হক,বিএনপির আহবায়ক কমিটির সদস্য পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মোঃ আনিসুল হক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন,বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুর রহমান,শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা,শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস, জেলা মিল মালিক সমিতির সভাপতি মোঃ জিয়াউল হক,সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,দিরাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ,সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান,জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহাবুদ্দিন,শান্তিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রব,ছাতক উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান চৌধুরী,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,মল্লিকপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রেজা,শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ ও মিল মালিক দারু মিয়াসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক প্রতিনিধিবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর (শাহীন) বলেন,অধিদপ্তরের দায়িত্ব গ্রহনের পর এই প্রথম আমি আমার নিজের জেলা সুনামগঞ্জে সফর করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। মানুষের মৌলিক প্রধান প্রয়োজন হচ্ছে খাদ্য। সেই খাদ্যের সবচেয়ে উদ্ধৃত্ত ও সর্বাধিক উৎপাদনশীল জেলা হচ্ছে সুনামগঞ্জ। আগামী ২৪ এপ্রিল সারাদেশের ন্যায় একযোগে সুনামগঞ্জ জেলায়ও আমরা ধান ক্রয় অভিযান শুরু করবো। এজন্য জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সম্পূর্ণরুপে প্রস্তুত। কৃষকদের জীবনমান উন্নয়নের কথা বলে আমাদের উপদেষ্টা মহোদয়সহ বর্তমান অন্তবর্তীকালিন সরকার এবার ধানের মূল্য কেজি প্রতি ৩৬ টাকা,চাল আতপ ৪৮ টাকা ও চাল সিদ্ধ ৪৯ টাকা এবং মন প্রতি ধানের মূল্য ১৪৪০ টাকা নির্ধারন করে দিয়েছেন। সকল ধরনের নীতিমালা মেনে কোনপ্রকার হয়রানী ব্যতিরেকে দালাল ও মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে খাদ্যশস্য সংগ্রহ অভিযান সুচারুরুপে পরিচালনা করত: লক্ষ্যমাত্রা শতভাগ পূরনের জন্য তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নির্দেশ দেন। এবার সুনামগঞ্জ জেলায় ১৪ হাজার ৬০০ মেট্রিক টন ধান সরকারীভাবে সংগ্রহ করা হবে উল্লেখ করে তিনি বলেন,কোন বছরই আমাদের টার্গেট শতভাগ পূরন হয়না বলে এর সুফল কৃষকরা পাননা। কিন্তু এবার টার্গেট পূরন করা মাত্র আমরা ক্রয়ের লক্ষ্যমাত্রা আরো বাড়িয়ে দেব। অন্যান্য জেলায় যদি টার্গেট পূরন না হয় সেসব জেলার শূন্যতা সুনামগঞ্জের ধান নিয়ে পূরন করা হবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,আমরা বন্যার আশংকায় কৃষকদেরকে পাকা ফসল মাঠে ফেলে না রেখে দ্রæত গড়ে তোলার জন্য তাগিদ দিয়েছি। তার মানে এই নয় কেউ ইচ্ছে করে আধাপাকা ধান গড়ে তুলবেন। ধানের পুষ্ঠিগুন সম্পর্কে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কোন ধরনের গুজব ছড়িয়ে কেউ যাতে কৃষকদের ক্ষতিসাধন করতে পারে সে ব্যাপারে গণসচেতনতা বাড়াতে হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest