জগন্নাথপুরের বিএনপি নেতা জুয়েল’কে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

জগন্নাথপুরের বিএনপি নেতা জুয়েল’কে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরের বিএনপি নেতা জুয়েল আহমদ (৫৬)কে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশা-পাশি নিঃশর্ত মুক্তি দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সদস্য ও অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক মেম্বার সৈয়দ জুয়েল আহমদ (৫৬)কে মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র মূলক ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সন্ত্রাসী আওয়ামী লীগের সাথে জড়িয়ে বিগত ১৭ই এপ্রিল দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশা-পাশি নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মারজান আহমদ, সাবেক মানবাধিকার সম্পাদক সৈয়দ খায়রুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ মিজান কোরেশি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আজমল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ রাহিন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মারুফ আহমদ, সাবেক সহসভাপতি মোঃ আনছাফুল হক, সাবেক সহসভাপতি মোঃ লুৎফুর রহমান কামালী, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ ইছহাক আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হক কামালী, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল খাঁন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাদ্দিস, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নেওয়াজ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আখতার আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল আহাদ,সাধারন সম্পাদক সৈয়দ মারজান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন কামালী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ তাহমিদ আহমেদ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ জুয়েল আহমদ সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির একজন নিবেদিত কর্মী দলের দুর্দিনে রাজপথে থেকে সকল আন্দোলনেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কিন্তু দুঃখ জনক সৈয়দ জুয়েল আহমদকে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ সাজানোর অপচেষ্টা করা হচ্ছে। আমরা লক্ষ করছি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে জুয়েল আহমদকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বানানোর চেষ্টা করা হচ্ছে। যাহারা এসব করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সৈয়দ জুয়েল আহমদ সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপি পরিবারের খাটি একজন কর্মী। তিনি কখনো আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিলেন না। তাহার সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্দের দাবি জানাচ্ছি। এবং তাকে গ্রেপ্তার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি নিঃশর্ত মুক্তি দাবী করেছি।

এ সংক্রান্ত আরও সংবাদ