জগন্নাথপুরে হাওর পরিদর্শন করেছেন ইউএনও মোঃ বরকত উল্লাহ

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

জগন্নাথপুরে হাওর পরিদর্শন করেছেন ইউএনও মোঃ বরকত উল্লাহ

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের নলুয়ার হাওর পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর এর ধান কর্তন ১৯শে এপ্রিল রোজ শনিবার  পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। পরিদর্শনকালে তিনি কৃষক, জমির মালিক ধানকাটার শ্রমিক ও হারভেস্টার চালকদের সাথে কোশল বিনিময় করার পাশা-পাশি হাওরের ধান কর্তন সহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। এবং পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।
এসময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, থানা পুলিশ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর সহ ছোট-বড় ১৫টি হাওরে ২০ হাজার ৪ শত ২৩ হেক্টর জমিতে বোরোধান আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এখনো হাওরের অবস্থা স্বাভাবিক আছে। ইতিমধ্যে হাওরের প্রায় ৪০ থেক ৫০% পর্যন্ত ধান কর্তন করা হয়েছে। পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান ।

এ সংক্রান্ত আরও সংবাদ